ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে রবিবার প্রথম জয় পেয়েছেন বাংলাদেশ। যে জয়ে মুশফিকের হার না মানা৪৩ বলে ৬০ রানের ইনিংসটা ভেসে উঠলেও এই জয়ে বড় অবদান ছিল আফিফ হোসেনেরও। তিন ওভারে ১১ রানের বিনিময়ে একটি গুরুত্বপূর্ণ উইকেটও তুলে নিয়েছিলেন এই অলরাউন্ডার।
আর সেই উইকেট নিতে তিনি যে অসাধারণ ক্রিকেট নৈপুণ্য প্রদর্শন করেছেন তা সবার চোখে লেগে আছে।
ভারতের ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে নিজের অসাধারণ দক্ষতায় ধরা সেই ক্যাচে অভিষিক্ত তরুণ শুভম দুবে সাজঘরে ফেরান আফিফ। বাংলাদেশি তরুণের অফ স্পিনে বিভ্রান্ত হয়ে উইকেটের ওপর ক্যাচ তুলে দেন শুভম। বল ডেলিভারি দেয়ার পর সামান্য ওপরে ওঠা বলটি যখন উইকেটের ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন অসাধারণ দক্ষতার সঙ্গে তালুবন্দি করেন আফিফ। দলীয় ১০২ রানে সাজঘরে ফেরেন শুভম।
আফিফের নজরকাড়া সেই ক্যাচের জন্য তাকে অভিনন্দন জানাচ্ছেন নেটিজেনরা। ভক্তরা আফিফের উড়ন্ত ক্যাচের ছবি ফেসবুকে শেয়ার দিয়ে তার প্রশংসা করছেন।
আইয়ুব পাঠান নামের একজন লিখেছেন, জীবনের ঝুঁকি নিয়ে আফিফের ধরা বিপদজনক ক্যাচ।
রাকিব চৌধুরী নামের আরেক নেটিজেন লিখেছেন, আফিফ হাসান ধ্রুবের সেই ক্যাচটা বাজপাখির মতো।
সিফাত পাঠান লিখেছেন, এত সুন্দর ক্যাচ, তাও আইসিসির অফিসিয়াল পেজে দেখানো হয়নি!
বিডি-প্রতিদিন/মাহবুব