ফের বিয়ের পিঁড়িতে বসলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করে নিজের দ্বিতীয় বিয়ের খবরটি নিশ্চিত করেন সাবেক এই ক্রিকেট তারকা।
জানা গেছে, শনিবার রমি লানফ্রাঞ্চির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ৩৮ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান। এর পরই তিনি টুইটারে নিজের বিয়ের ছবি পোস্ট করে সুখবরটি জানান ভক্তদের।
ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২ নভেম্বর ছিল অবিশ্বাস্য এক দিন।’
খবরে বলা হয়েছে, স্মিথের প্রথম স্ত্রী ছিলেন মরগান ডিনে। তিনি একজন আইরিশ পপ গায়িকা। ২০১৪ সালে দুজনের বিবাহবিচ্ছেদ হয়।
এতে আরও বলা হয়, প্রথম স্ত্রীর ঘরে স্মিথের দুই সন্তান রয়েছে। আর দ্বিতীয় স্ত্রী রমির ঘরে তার ২ বছরের এক ছেলে আছে, নাম-সেবাস্তিয়ান।
উল্লেখ্য,২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন স্মিথ। ১১ বছরের অধিনায়কত্ব জীবনে দেশকে ৫৩টি টেস্ট ও ২২টি সিরিজে জয় এনে দেন তিনি। এ ছাড়াও ব্যাট হাতে ১১৭ টেস্টে ৯২৬২ রান করেছেন তিনি। এর মধ্যে ২৭টি সেঞ্চুরি রয়েছে তার।
বিডি প্রতিদিন/কালাম