মঙ্গলবার ক্যানবেরায় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্টিভেন স্মিথের ‘স্পেশাল’ ইনিংসে ভর করে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
এদিন শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। জবাবে স্মিথের অপরাজিত ৮০ রানে ভর করে ৯ বল বাকি থাকতেই জয় তুলে নেয় অজিরা। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অ্যারন ফিঞ্চের দল।
পাকিস্তানের ছুড়ে দেওয়া ১৫১ রানের লক্ষ্যে ব্যটিং করতে নেমে ৪৮ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। তবে এরপর ম্যাকডারমটকে নিয়ে ৫৮ রানের জুটি গড়ে জয়ের পথ পরিষ্কার করে নেন স্মিথ। পরে টার্নারকে নিয়ে দলকে জয়ের বন্দরেও পৌঁছে দেন সাবেক অজি অধিনায়ক। শেষ পর্যন্ত ৮০ রানে অপরাজিত থাকা স্মিথ ৫১ বলের ইনিংসটি ১১টি চার আর ১ ছক্কায় সাজিয়েছেন।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন অসাধারণ ইনিংস খেলে দলকে ম্যাচ জেতানো স্মিথ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ