১৯ জানুয়ারি, ২০২০ ২১:৪৭

পাকিস্তানকে তাদের মাটিতেই হারাতে আত্মপ্রত্যয়ী ডোমিঙ্গো

অনলাইন ডেস্ক

পাকিস্তানকে তাদের মাটিতেই হারাতে আত্মপ্রত্যয়ী ডোমিঙ্গো

ফাইল ছবি

আসন্ন তিন ম্যাচ টি-২০ সিরিজে পাকিস্তানের মাটিতেই স্বাগতিকদের হারাতে চান বাংলাদেশ ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো। পাকিস্তান সফরকে সামনে রেখে রবিবার থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ জাতীয় দল। একমাত্র বিদেশি স্টাফ হিসেবে দলের সাথে পাকিস্তান সফরে যাবেন ডোমিঙ্গো। অনুশীলন চলাকালীন পাকিস্তান সফর নিয়ে কথা বলেন ডোমিঙ্গো।

পাকিস্তানের মাটিতে তাদের হারানোর ক্ষমতা তার দলের আছে বলে আত্মপ্রত্যয় ব্যক্ত করেন ডোমিঙ্গো। পাকিস্তান র‌্যাংকিং-এর এক নম্বর দল মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘তারা টি-২০ ক্রিকেটে বিশ্বের এক নম্বর দল। তারা শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজকে দলে ফিরিয়ে এনেছে। তারা মোহাম্মদ আমিরকে নেয়নি, কিন্তু আমরা জানি টি-২০ ক্রিকেটে পাকিস্তান অনেক ভালো দল। তাই পুরো আত্মবিশ্বাস নিয়ে আমাদের সেখানে যেতে হবে।’

বাংলাদেশ সর্বশেষ ভারত সফরে তিন টি-২০ সিরিজে ভারতকে প্রথম ম্যাচে পরাজিত করেছে। যা ছিল টি-২০ ফরম্যাটে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়। কিন্তু শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে টাইগাররা। কিন্তু পুরো সিরিজে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। যা দলকে আত্মবিশ্বাস দিয়েছে বলে মনে করেন ডোমিঙ্গো।

তিনি বলেন, ‘আমাদের টি-২০ ক্রিকেট উন্নত হচ্ছে। আমরা জানি, এটি আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জের। বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে কতটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি আমরা সেটা দেখতে চাই। আমরা ভারতকে প্রায় পরাজিত করেছিলাম। সুতরাং আমরা দেখতে চাই, যদি আমরা আরও ভালো করতে পারি কিনা এবং পাকিস্তানের মাটিতে তাদের হারাতে পারি কি-না।’

সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ তিনবার পাকিস্তানকে হারিয়েছে। যা থেকেও আত্মবিশ্বাসী হয়ে উঠছে বাংলাদেশ। ডোমিঙ্গো বলেন, ‘পাকিস্তান সফরে তার কোনো সমস্যা নেই এবং বেশ সাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।’

একই সাথে ডোমিঙ্গো জানিয়ে দিয়েছেন, টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরা যারা পাকিস্তান সফর করবেন না তাদেরও মিস করবেন। তিনি বলেন, ‘আমার জন্য এটি সহজ ছিল। আমি বাংলাদেশের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছি। সুতরাং আমি ধারাবাহিকভাবে সব কিছু মনিটর করবো এবং দলের উন্নতির চেষ্টা করবো। আমি তারই অপেক্ষায় আছি। আমি কখনো পাকিস্তানে যাইনি। আমি এটিকে ভালো চ্যালেঞ্জ হিসেবে দেখছি। পাকিস্তানের ক্রিকেট সংস্কৃতি দেখতে চাই।’

পাকিস্তান সফরে না যাওয়া দলের স্টাফদের সিদ্ধান্তে প্রতি শ্রদ্ধা জানিয়ে ডোমিঙ্গো বলেন, ‘এটি তাদের সিদ্ধান্ত। তবে খেলা চলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। যতক্ষণ আমাদের খেলোয়াড়রা থাকে, এটিই মূল বিষয়।’

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর