অস্ট্রেলিয়ায় মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে দর্শকাসন ৯০,০০০। এতদিন এটাই ছিল বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু মেলবোর্নের থেকে সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামের শিরোপা ছিনিয়ে নিতে চলেছে ভারতের মোতেরা স্টেডিয়াম স্টেডিয়াম।
মোতেরা স্টেডিয়ামের নাম বদলে রাখা হয়েছে সর্দার বল্লভ ভাই স্টেডিয়াম। আহমেদাবাদে বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এক লাখ দশ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন আহমেদাবাদের এই স্টেডিয়ামে। এর আগে মোতেরাতে ৫৩ হাজার দর্শক বসে খেলা দেখতে পারতেন।
মঙ্গলবারই নবনির্মিত মোতেরার এরিয়াল ভিউ ছবি পোস্ট করেছে বিসিসিআই।
মোতেরার নতুন এই স্টেডিয়ামে খেলার জন্য মুখিয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার হিটম্যান। হার্দিক পাণ্ডিয়া থেকে রবি শাস্ত্রী সকলেই টুইট করেছেন।
মোতেরার নবনির্মিত স্টেডিয়ামের ছবি দেখে টুইট করে হার্দিক পাণ্ডিয়া লিখলেন .. আনরিয়েল...
রোহিত শর্মা লিখেছেন, "দারুন দেখতে লাগছে! অনেক কথাই শুনেছি। এখানে খেলার জন্য মুখিয়ে রয়েছি।"
টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী লিখেছেন, "সত্যিই অসাধারণ দেখতে লাগছে। প্রত্যেক ক্রিকেট প্রেমী মানুষের উচিত্ এই মুহূর্তটা উউপভোগ করা। বিশ্ব মানের বসার ব্যবস্থা রয়েছে ১১০,০০০ জনের।"
বিডি প্রতিদিন/ ওয়াসিফ