ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরই দেশে ফিরে আসবেন কোহলি।
সোমবার এক অফিশিয়াল ইমেলে বিষয়টি নিশ্চিত করে বিসিসিআই। পাশাপাশিই সূত্রের খবর, টেস্টে ভারতীয় দলের হয়ে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা।
অস্ট্রেলিয়া সফরে ভারত তিনটি একদিনের ম্যাচ, তিনটি ওয়ানডে, দুটি প্র্যাকটিস ম্যাচ এবং চারটি টেস্ট ম্যাচ খেলবে। প্রায় দেড় মাসেরও বেশি সময় ধরে চলবে এই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ২৭ নভেম্বর খেলা হবে ভারত ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি।
আজ অফিশিয়াল ইমেলে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, ‘২৬ অক্টোবর সিলেকশন কমিটির যে মিটিং হয়েছিল, সেখানে দলের অধিনায়ক জানিয়েছিলেন যে, অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের পরই তিনি দেশে ফিরে আসবেন। সেই মোতাবেক বিরাট কোহলির পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলেই ভারতে ফিরে আসবেন বিরাট কোহলি।’
সেই ইমেলে আরও জানানো হয়েছে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নির্বাচিত ভারতীয় দলে আরও কিছু রদবদল ঘটতে পারে। কারণ, বেশ কিছু প্লেয়ারের চোট সারিয়ে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। বোর্ড বলেছে, কোন কোন প্লেয়ারকে আবার দলে নিয়ে আসা হবে, সেই তালিকা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আরেক খবর হলো, ভারতীয় দলে কামব্যাক করছেন রোহিত শর্মা। টেস্টেই ভারতীয় দলের জার্সি গায়ে খেলবেন রোহিত শর্মা। সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের অনুপস্থিতিতে টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার সামলাবেন রোহিত শর্মাই। বিসিসিআইয় বলেছে, বোর্ড খুব ভালোভাবেই রোহিত শর্মার হ্যামস্ট্রিংয়ে চোট লাগার বিষয়টি মনিটরিং করেছে। মঙ্গলবারই আইপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। আর সেই ফাইনাল ম্যাচে রোহিত শর্মাই মুম্বাইকে নেতৃত্ব দেবেন।
ওই ইমেলে রোহিত শর্মার ইনজুরি প্রসঙ্গে লেখা হয়েছে, ‘রোহিতের ফিটনেস সংক্রান্ত বিষয় মনিটর করার পর অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটিকে সব কিছু জানিয়েছে বোর্ডের মেডিকেল টিম। শর্মার সঙ্গে আলোচনা করার পর তাকে আপাতত অনডে ও টি-টোয়েন্টির জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। ফুল ফিটনেস নিয়ে বর্ডার-গাভাসকার ট্রফিতে তিনি টেস্টে ভারতীয় দলে কামব্যাক করবেন।’
১২ নভেম্বর ভারতীয় দল দুবাই থেকে উড়ে যাবে সিডনি।
এদিকে বিরাটের স্ত্রী অনুশকা শর্মা সন্তানসম্ভবা। জানুয়ারির শুরুর দিকেই সন্তান হওয়ার কথা, যা মাথায় রেখে বিরাট ছুটির আবেদন জানিয়েছিলেন শেষ তিনটি টেস্ট থেকে। বোর্ডের এক কর্তা বলেছিলেন, 'বোর্ড মনে-প্রাণে বিশ্বাস করে, পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি। অনুশকা যেহেতু সন্তানসম্ভবা, ওই সময় সন্তান জন্ম দেবে, বিরাট হয়তো দুটো টেস্ট থেকে সরে দাঁড়াতে পারে। সেক্ষেত্রে প্রথম দুটো টেস্টের জন্যই পাওয়া যাবে তাকে।’
একই সঙ্গে বোর্ডের ওই কর্তার যুক্তি, ‘অন্য সময় হলে, বিরাট সন্তান জন্মানোর সময় ফিরে আসত দেশে। তার পর আবার অস্ট্রেলিয়া ফিরে খেলতে পারত শেষ টেস্টটা। কিন্তু করোনা পরিস্থিতিতে তা তো সম্ভব নয়।’
সূত্র: জি নিউজ, এই সময়
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ