একটা সময় ছিল যখন পেস বোলিং নিয়ে রীতিমত সংগ্রাম করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেটকে। কিন্তু গত কয়েক বছর ধরে সে পরিস্থিতি পাল্টেছে, প্রতিনিয়ত হচ্ছে উন্নতি। যেখানে সর্বশেষ সংযোজন মাহমুদ হাসান।
হাসান তার অভিষেক ম্যাচেই শিকার করেন তিনটি উইকেট। দ্বিতীয় ম্যাচেও একটি উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। হাসানের অভিষেক নিয়ে সন্তুষ্ট অধিনায়ক তামিম। তিনি জানান, টিম ম্যানেজমেন্ট যেমন একজন পেস বোলারের খোঁজে ছিল হাসান তাদেরকে সেটাই দিতে পেরেছে।
হাসানকে নিয়ে আশাবাদী তামিম বলেন, ‘একসময় আমাদের ক্রিকেটে ভালো ফাস্ট বোলারের অভাব ছিল। কিন্তু এখন পাইপলাইনে অনেক বোলার আছে। দেখুন, এখন দুই-তিনজন ভালোমানের ফাস্ট বোলারও বসে থাকছে, একাদশে জায়গা হয় না। তারা সবাই চ্যালেঞ্জিং এবং এটা খুবই ভালো একটা দিক। হাসানের (মাহমুদ) দারুণ অভিষেক হয়েছে। আমরা যেমন- একজনকে খুঁজছিলাম, গতিতে বল করবে এবং মাঝের ওভারগুলোতে উইকেট নিবে। আমার মনে হাসান ঠিক সেই একজনই।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ