বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে সন্দেহভাজন তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন জনই আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সদস্য। তারা হলেন- সুনীল কুমার, চ্যাটান শর্মা এবং সানী ম্যাগু।
আজ শনিবার দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল প্রবেশপথ থেকে তাদের আটক করা হয়।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, ‘আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সাথে সম্পৃক্ততার অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর