ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইজরা মোসলে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ৬৩ বছর বয়সী মোসলে শনিবার ক্যারিবিয়ান দ্বীপের এবিসি হাইওয়েতে সাইকেল চালাচ্ছিলেন। তার সাইকেলের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষ হয়। সেখানেই তার মৃত্যু হয়।
জাতীয় দলের হয়ে দুইটি টেস্ট ও নয়টি ওয়ানডে খেলেছেন তিনি। সাবেক ক্রিকেটারের মৃত্যুতে রবিবার চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলা শুরুর আগে নিরবতা পালন করেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালরা। হাতে কালো ব্যান্ড পরে নেমেছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামস বলেন, ‘বার্বাডোজে তার চলে যাওয়ার খবরে আমরা হতবাক। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ পরিবার তার বিদায়ে গভীরভাবে দুঃখিত। ৭০ এবং ৮০ এর দশকে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা পেসারদের একজন ছিলেন তিনি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ