৫ মে, ২০২১ ১৬:১৯

আইপিএল: করোনায় আক্রান্ত চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি

অনলাইন ডেস্ক

আইপিএল: করোনায় আক্রান্ত চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আইপিএলের চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসি। আইপিএলে জৈব-সুরক্ষা বলয়ে থাকার পরও সর্বশেষ এই অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটারের কোভিড-১৯ পজিটিভ হলো।

এমনটি নিশ্চিত করে ক্রিকইনফো জানিয়েছে হাসির ‘বর্ডারলাইন’ লক্ষণ দেখা দিয়েছে। তবে দিল্লির হোটেলে তাকে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

এবারের আইপিএলে থাকা প্রথম বিদেশি হিসেবে করোনায় আক্রান্ত হলেন হাসি। মঙ্গলবারই তার করোনা ধরা পড়ে। তবে চেন্নাই পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আরও একবার টেস্ট করায়।

করোনায় আক্রান্ত হওয়ার ফলে আইপিএলে থাকা অন্য অস্ট্রেলিয়ানদের সঙ্গে তিনি যোগ দিতে পারছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিসিআইয়ের পরিকল্পনা অনুযায়ী এখানের অস্ট্রেলিয়ানদের ভারত থেকে মালদ্বীপ অথবা শ্রীলঙ্কায় পাঠানো হবে। আর সেখান থেকেই তারা নিজ দেশে ফিরবেন। কেননা ভারতজুড়ে করোনা মহামারি বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়া সরকার দু’দেশের সমস্ত ফ্লাইট নিষিদ্ধ করেছে।

এদিকে চেন্নাই দলের তৃতীয় ব্যক্তি হিসেবে কোভিড পজিটিভ হলেন হাসি। এর আগে বোলিং কোচ লক্ষীপতি বালাজি ও কর্মকর্তা আক্রান্ত হয়েছিলেন।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর