বড় জয়ে যাত্রা শুরুর পর এবার দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হচ্ছে ইউরো কাপের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। এ ম্যাচ জিতলে নিশ্চিত হয়ে যাবে তাদের নকআউট পর্বের টিকিট।
নিজের শিষ্যদের উজ্জীবিত করতে সংবাদ সম্মেলনে পর্তুগিজ কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘পর্তুগাল একটা দল, শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো নয়। এই দলকে নিয়ে গর্বিত পর্তুগাল। সবাইকে অনুপ্রাণিত রাখতে হয় আমাকে, এমনকি যারা বেঞ্চে আছে তাদেরও।’
এ ম্যাচটিতে বলের দখলের দিকে বিশেষ নজর পর্তুগালের কোচের। তিনি বলেছেন, ‘অবশ্যই আমাদের পায়ে বল রাখতে হবে। আক্রমণভাগে যেতে হবে বারবার। তবে যখন জার্মানির পায়ে বল থাকবে, তখন সতর্কতা অবলম্বন করতে হবে। তারা বল পায়ে অনেক ভয়ঙ্কর হতে পারে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ