দীর্ঘ ২৫ বছর পর ইউরোতে জার্মানিকে হারিয়েছে ইংল্যান্ড। মঙ্গলবার (২৯ জুন) ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় এই দুইদল। দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে ২-০ গোলে জয় পেয়ে ইউরোর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। ইংলিশদের হয়ে একটি করে গোল করেন রাহিম স্টার্লিং ও হ্যারি কেইন। নিজ দেশের ফুটবলারদের এমন জয়ে আনন্দে আত্মহারা ইংল্যান্ডের ক্রিকেটাররাও।
ইংলিশ ক্রিকেটাররাও এদিন মাঠে নেমেছিল। জয় পেয়েছে তারাও। ঘরের মাঠে ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়েছে মরগ্যান বাহিনী। তবে নিজেদের ম্যাচ শেষ করে টিম হোটেলে ফিরে দেশের ফুটবল ম্যাচ উপভোগ করতে বসে যান ক্রিকেটাররা।
এদিন ম্যাচের ৭৫ মিনিটে প্রথমে স্টার্লিংয়ের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন অধিনায়ক হ্যারি কেইন।
সর্বশেষ ২৫ বছর আগে ইউরোতে মুখোমুখি হয়েছিল জার্মানি-ইংল্যান্ড। সে ম্যাচে জার্মানির কাছে হেরে আসর থেকে বাদ পড়তে হয় ইংলিশদের। ফলে এই জয়ের মধ্য দিয়ে ২৫ বছরের জ্বালা মিটালো তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ