টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর অল্প কয়েকদিন বাকি। এরই মধ্যে প্রতিটি দলই তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে, কয়েকটি দল নিজেদের স্কোয়াডে কিছু পরিবর্তনও আনছে। যেমন শ্রীলঙ্কা তাদের বিশ্বকাপ স্কোয়াডে নতুন করে যুক্ত করে নিয়েছে ৫ জনকে এবং বাদ দিয়েছে একজনকে।
যে ৫ জনকে যুক্ত করে নিয়েছে তারা হলেন- পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, অ্যাসেন বান্দারা, লক্ষ্মণ সান্দাকান এবং রমেশ মেন্ডিস। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে কাঁধের হাড়ের (কলার বোন) ফ্র্যাকশ্চার হওয়ার পর সেটা এখনও ঠিক না হওয়ায় বাদ দেয়া হয়েছে লাহিরু মধুশঙ্কাকে।
নতুন যে ৫ জনকে দলে নেয়া হয়েছে এর মধ্যে লক্ষ্মণ সান্দাকানের ২০টি টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞতা রয়েছে। বাকি চারজনের টি-টোয়েন্টি ম্যাচের সমষ্টি হলো ১৫টি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ