আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে টাইগাররা।
আজ শনিবার টি-২০ সিরিজও নিজেদের করে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে মাহমুদুল্লাহ রিয়াদরা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক।
ব্যাটিংয়ে নেমে ৪ রান করে মুনিম শাহরিয়ার ও ১৩ রান করে ফিরেছেন লিটন দাস। ব্যাট করছেন সাকিব আল হাসান ও মোহাম্মদ নাঈম। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ