ভারতের ঝাড়খণ্ডের বিদ্যুৎ সঙ্কট নিয়ে প্রশ্ন তুললেন বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী সিং।
ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় চলছে তীব্র তাপপ্রবাহ। এর মাঝে বিদ্যুৎ সঙ্কটে নাজেহাল অবস্থা রাঁচিবাসীর। আর এই নিয়ে এবার টুইট করলেন ধোনি পত্নী।
সোমবার এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘ঝাড়খণ্ডের একজন করদাতা হিসেবে আমি জানতে চাই ঝাড়খণ্ডে এত বছর ধরে বিদ্যুৎ সঙ্কট চলছে কেন? আমরা আমাদের দিক থেকে সচেতন ভাবে এনার্জি সংরক্ষণ করে চলেছি।’
প্রসঙ্গত, আবহাওয়া দফতর জানিয়েছে, ২৮ এপ্রিল পর্যন্ত ঝাড়খণ্ডের গিরিডি, পূর্ব ও পশ্চিম সিংভূম, রাঁচি, বোকারো, কোদারমা, পালামৌ, গাড়ওয়া, ছাত্রায় তাপপ্রবাহ চলবে।
এদিকে, এই তাপপ্রবাহের দোসর হয়েছে বিদ্যুৎ সঙ্কট। দেশজুড়ে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লার ঘাটতি দেখা দিয়েছে। এর জেরে বিদ্যুৎ সঙ্কটের মুখে পড়েছে ঝাড়খণ্ডও। আর তাতেই ‘ক্ষুব্ধ’ ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের স্ত্রী। বিদ্যুতের অভাবে ৪০ ডিগ্রির বেশি গরমে ফ্যান বা এসি ছাড়া থাকতে হচ্ছে সাধারণ জনতাকে। সাধারণ মানুষের বেহাল দশার সাক্ষী ধোনি পত্নী নিজে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন