রমজান মাসে মুসলিম ফুটবলারদের যেভাবে সহায়তা করেছে লিভারপুর, নিজের মুখেই সেকথা জানিয়েছেন ক্লাবটির সেনেগালের খেলোয়াড় সাদিও মানে।
সাদিও মানে বলেন ‘খেলা, অনুশীলন ও রোজা এক সাথে চালিয়ে যাওয়া মোটেই সহজ নয়। তবে রোজার শুরুর দিকে আমরা অধিনায়কের সাথে কথা বলি। তিনি আমাদের পক্ষে কোচকে বলেছেন, অনুশীলন সকালে হলে ভালো হয়। তাতে আমাদের জন্য কাজটা একটু সহজ হবে। সকালে অনুশীলন করা গেলে বাসায় গিয়ে বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া যায়।’
তাদের কথা মেনে কোচ ইয়ুর্গেন ক্লপও সকালে অনুশীলন করাতে রাজি হয়েছে। ফলে তারা সেরাটা দিতে পারছেন বলেও দাবি করেছেন মানে।
রোজা রেখেও ম্যাচের দিন মুসলিম ফুটবলাররা কী করে নিজেদের সামলান, সেই রহস্যও প্রকাশ করেছেন মানে। তিনি বলেন, ‘কাজটা কঠিন, তবে ম্যাচের দিন সব সময়ই বিশেষ কিছু। রোজা রেখে খেলা কঠিন, তবে লিভারপুল সব সময়ই আমাদের জন্য সবকিছু সহজ করার চেষ্টা করে। আমাদের পুষ্টিবিদ মোনার সাথে কথা বলি; বিশেষ করে ম্যাচের দিন। সে সবকিছু এত সহজ করে দেয় যে রোজা রাখতে পারি।’
রিভারপুলে খেলছেন মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ইব্রাহিম কোনাতে ও নবি কেইত ‘র মতো ফুটবলাররা। তাদের হাত ধরেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ সব জায়গাতেই দাপট দেখাচ্ছে কোচ ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।
সূত্র: গোল ডটকম
বিডি প্রতিদিন/নাজমুল