গতির ঝড় তুলেই তিনি বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন। সাথে আলাদা করে তাকে নিয়ে ভাবায় তার জন্মস্থান কাশ্মীর। বুধবার রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৫৩ কিলোমিটার গতিতে বল করেছেন উমরান মালিক। আর তাতেই সানরাইজার্স হায়দরাবাদের এই তরুণ পেসারকে আলোচনার ঝড় উঠেছে।
১৫৩ কিলোমিটার গতির তাণ্ডবে উমরান মালিক বোল্ড করেছেন গুজরাটের ঋদ্ধিমান সাহাকে। কেবল ঋদ্ধি নয় ম্যাচে গুজরাটের যে ৫টি উইকেটে গেছে, তার সবকটাই দখল করেছেন এই কাশ্মীরি নওজোয়ান।
১৫৩ পেরোনো উমরান এবার চান ১৫৫ কিলোমিটার গতিতে বল করতে। ২২ বছর বয়সী এই পেইসার বলেন, ‘আমি গতির সাথে লেন্থ ঠিক রেখে উইকেট নেওয়ার চেষ্টা করি।’
তিনি আরও বলেন, ‘আমি ঠিক জায়গায় বল করে উইকেট পাওয়ার চেষ্টা করি। আমি ১৫৫ কিলোমিটার গতিতে বল করতে চাই, আল্লাহ চাইলে একদি পারবো।’
বিডি প্রতিদিন/নাজমুল