ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করে গেল চেলসি। প্রথমার্ধে দাভিদ দে হেয়া দারুণ কিছু সেভ করে তাদের আটকে রাখলেও বিরতির পর আর পারলেন না। জবাব দিতে ম্যানচেস্টার ইউনাইটেডও বেশি সময় নিল না। সমতায় শেষ হলো দুই দলের লড়াই।
ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউই। বিরতির পর শুরুতে মার্কোস আলোনসো চেলসিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন রোনালদো। এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে জয়হীন রইল ম্যানচেস্টারের দলটি।
ম্যাচের শুরু থেকেই বল দখল, আক্রমণ সবকিছুতে আধিপত্য বজায় রাখে চেলসি। তবে দাভিদ দে হেয়া দেয়াল প্রথমার্ধে ভেদ করতে পারেনি ব্লুজরা। বিরতির পর অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। রিসি জেমসের ক্রস থেকে আলোনসোকে লক্ষ্য করে হেড করেন কাই হাভার্টজ। দারুণ ভলিতে জাল খুঁজে নিতে ভুল করেননি আলোনসো।
১১৯ সেকেন্ডের মাথায়ই সমতায় ফেরে ইউনাইটেড। নোমানিয়া মাতিচের পাস থেকে ডি-বক্সে পায়ের আলতো স্পর্শে লক্ষ্যভেদ করেন রোনালদো। এ নিয়ে লিগে দলের হয়ে ৯টি গোলের ৮টিই আসে পর্তুগিজ তারকার পা থেকে। প্রিমিয়ার লিগে ১৭ গোল নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার এখন তিনি।
এদিকে, একটা রেকর্ডও গড়া হয়ে গেছে এ ম্যাচে। এ নিয়ে ২৫তম ড্র দেখল চেলসি-ইউনাইডের লড়াই। প্রিমিয়ার লিগ ইতিহাসে এর চেয়ে বেশি ড্র দেখেনি আর কোনো দলের লড়াই৷ তবে এসব রেকর্ড একপাশে রেখে ইউনাইটেড বড় করে দেখবে একটা পয়েন্টকেই। ৩৫ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে বর্তমানে দলটি আছে ষষ্ঠ অবস্থানে। এক ম্যাচ কম খেলে সাতে থাকা ওয়েস্ট হ্যামের সংগ্রহ ৫২, হাতে থাকা ম্যাচটা জিতলেও গোল ব্যবধানে ইউনাইটেড থেকে পিছিয়েই থাকবে দলটি। ফলে এ একটা পয়েন্টেই ইউনাইটেডের ইউরোপার আশা টিকে রইল দারুণভাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ