আগামী জুনে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজকে সামনে রেখে তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। অতিথি দল লঙ্কার মাটিতে তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে।
টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে টি-টোয়েন্টি থেকে বিশ্রাম দেয়া হয়েছে। এছাড়া প্রথম সন্তানের জন্মের কারণে পুরো সিরিজেই থাকছেন না লেগস্পিনার অ্যাডাম জাম্পা।
১৬ জনের টেস্ট দল থেকে বাদ পড়ার তালিকায় উল্লেখযোগ্য মার্কাস হ্যারিস। তার সঙ্গে ছিটকে গেছেন মার্ক স্টিকিটি। সীমিত ওভারের দলে প্রত্যাশিতভাবে ফিরেছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ম্যাথু ওয়েড।
টি-টোয়েন্টি দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন, ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার।
ওয়ানডে দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন, ডেভিড ওয়ার্নার।
টেস্ট দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, ডেভিড ওয়ার্নার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ