ইউক্রেনে সেনা অভিযানের দায়ে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে উইম্বলডন টেনিস কর্তৃপক্ষ। তবে নিজ দেশের এমন সিদ্ধান্ত ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারের কাছেই অযৌক্তিক মনে হচ্ছে।
এ বিষয়ে মারে বলেন, ‘আমি খেলোয়াড়দের নিষিদ্ধ করার পক্ষে নই। সরকারের এই সিদ্ধান্ত মোটেও সহযোগিতাপূর্ণ নয়।’
এই ব্রিটিশ টেনিস তারকার পরামর্শ, রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের কাছ থেকে যুদ্ধবিরোধী ঘোষণায় সই নেওয়া যেতে পারতো। যেখানে তারা রাশিয়ার এই আগ্রাসনের বিপক্ষে দাঁড়াতেন।
তবে সেই সই করলে খেলোয়াড় বা তাদের পরিবারের সাথে কী ঘটতো সে বিষয়েও যথেষ্ট সন্দহান মারে। তিনি বলেন, ‘আমার মনে হয় এর কোন সঠিক উত্তর নেই। আমার কয়েকজন রাশিয়ার খেলোয়াড়ের সাথে কথা হয়েছে, কয়েকজন ইউক্রেনের খেলোয়াড়ের সাথেও কথা বলেছি। যারা অংশগ্রহণ করতে পারছেন না, সেইসব খেলোয়াড়দের জন্য আমার খারাপ লাগছে। তাদের সাথে অবিচার করা হচ্ছে।’
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল