সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘সামরিক অভিযানের’ জেরে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে উইম্বলডন টেনিস কর্তৃপক্ষ।
ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারের পর উইম্বলডন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের সমালোচনা করলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল ও সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।
এই মুহূর্তে নাদাল ও জকোভিচ স্পেনে মাদ্রিদ ওপেনে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সেখানেই নাদাল, “আমি মনে করি এর দ্বারা আমার রাশিয়ান টেনিস সঙ্গী ও সহকর্মীদের সাথে খুব অন্যায় করা হয়েছে... যুদ্ধের বিষয়ে এই মুহূর্তে যা ঘটছে তা তাদের দোষ নয়।”
জকোভিচ বলেন, “আমি এখনও আমার অবস্থানে অটল যে আমি এই (উইম্বলডন) সিদ্ধান্তকে সমর্থন করি না। আমি মনে করি এটা ঠিক নয়, এটা সঠিক নয়, কিন্তু সেটাই হল।” সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/কালাম