তিক্ততায় জুভেন্তাস ছেড়ে আসা রোনালদোর এবারের ম্যানচেস্টার ইউনাইটেড পর্বও মধুর হয়নি। বিজ্ঞানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই বেশ দূর থেকেও দেখা যায়। তবে রেড ডেভিলদের লালের তরঙ্গ দৈর্ঘ্যটা এবার আটকে আছে ব্যর্থতায় কয়েকটা কোণায়। মৌসুমের মাত্র একটা ম্যাচ বাকি, অথচ রোনালদোরা আছে ইপিএল পয়েন্ট টেবিলের ছয় নম্বরে।
রোনালদো আগেই বলেছিলেন তিনি পাঁচ কিংবা ছয়ে থেকে মৌসুম শেষ করতে পুরনো ঘর ম্যানইউতে ফেরেননি। তবে বাস্তবতা বলছে, রোনালদো না চাইলেও নিয়তি তাকে সেই না-চাওয়া বৃত্তেই আটকে দিচ্ছে। এর মাঝেই ইংলিশ ফুটবলে নতুন গুঞ্জন ছড়িয়ে দিয়েছে ব্রিটিশ পত্রিকা মিরর। পত্রিকাটি দাবি করছে, আগের ক্লাব রিয়াল মাদ্রিদই নাকি রোনালদোকে টানতে পারে।
তবে পুরনো ঘরে ফেরার পেছনেও নাকি একটা শর্ত আছে। সেই শর্তের কথাও জানিয়েছে, মিরর। ব্রিটিশ সংবাদমাধ্যমটির দাবি, ফরাসি তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পেকে দলে টানতে না পারলেই রিয়াল তাদের ইতিহাসের সবচেয়ে সফলতম সন্তান রোনালদোর দিকে হাতটা বাড়িয়ে দেবে।
২০১৮ সালে রিয়াল ছাড়ার আগের আট বছরে সব মিলিয়ে ৪৩৮ ম্যাচ খেলেছেন রোনালদো, করেছেন ৪৫০ গোল। সাথে ১৩২ গোলে সহায়তাও ছিল। রোনালদোর চার-চারটা ব্যালন ডি’অরও এসেছে রিয়ালে খেলার সময়েই।
যদিও এ বিষয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তার বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও কিছু জানায়নি। তবে শোনা যাচ্ছে, ম্যানইউর নতুন কোচ এরিক টেন হাগ নাকি রোনালদোকে চাইছেন না। ফলে ক্লাব বদলই সিআর সেভেনের একমাত্র সমাধানের পথ হতে পারে।
যদিও গেল মৌসুমেও রোনালদোর রিয়াল মাদ্রিদে তরী ভেড়ানোর গুঞ্জন উঠেছিল। তবে সেই গুঞ্জন নিজেই উড়িয়ে দিয়েছিলেন রোনালদো। বলেছিলেন, তিনি রিয়াল মাদ্রিদে ফিরছেন না।
সূত্র: মিরর
বিডি প্রতিদিন/নাজমুল