অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ পর্ব নিশ্চিত করলো ইতালিয়ান সিরি আর দল নাপোলি। এতে দীর্ঘ দুই বছর পর প্রতিযোগিতায় অংশ নিবে দলটি।
শনিবার (৩০ এপ্রিল) সিরি আর শীর্ষ চারের লড়াইয়ে সাসুওলোর বিপক্ষে ১-৬ গোলের বিশাল ব্যবধানে জিতে আগেই নিজেদের টিকিয়ে রাখে নাপোলি।
এছাড়াও লিগ শিরোপা লড়াইয়ে থাকা এসি মিলান ও ইন্টার মিলানের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাবে জুভেন্টাস। তবে শীর্ষ চার থেকে চিটকে যায় রোমা। বেলোনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা হারিয়ে ফেলে রোমা।
চলতি মৌসুম ও গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে উঠতে ব্যর্থ হয় নাপোলি। এই দুই মৌসুম ইউরোপা লিগে খেলেছে দলটি।
এবারের লিগে জুভেন্টাসের শুরুটা মোটেও ভালো ছিল না। এরপরও সেরা চারে থেকে আসর শেষ করতে পারছে তারা। ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে এখন চারে দলটি। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে নাপোলি।
শীর্ষে থাকা এসি মিলানের পয়েন্ট ৩৫ ম্যাচে ৭৭। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার তাদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন