খেলোয়াড়দের ভক্তদের কাছাকাছি যাওয়ার পথটা আরও সহজ করে দিয়েছে নানা রকমের বাহারি সামাজিক যোগাযোগমাধ্যম। তাই হরহামেশা টুইটার, ফেসবুক বা ইনস্টাগ্রামে ক্রীড়া তারকাদের সরব উপস্থিতি থাকে, তাদেরকে পাওয়া যায় অনেকটা হাতের নাগালে।
বিপরীতে তারকা খেলোয়াড়দের নামে ‘ভুয়া’ অ্যাকাউন্টেরও ছড়াছড়িও কম নয়। তৈরি হয় বাড়তি বিড়ম্বনা। সেই বিড়ম্বনা কমাতে মেসিদে-রোনালদোদের নামে খোলা ভুয়া অ্যাকাউন্টে অনেক সময় ছুরি চালায় সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ। আবার কোনটা আসল আর কোনটা নকল সেটার নিশ্চয়তা দিতে ‘ব্লু’ বা নীল টিক জুড়ে দেওয়া হয় সেলিব্রেটি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্টের পাশে। যাকে বলা হয় ভেরিয়ায়েড।
সেই নীল টিক খোয়া যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রিয়াদ মাহরেজ। ৩০ লাখ অনুসারীর মাহরেজের আইডি থেকে নীল টিক সরিয়ে নেওয়ার কোন কারণও জানায়নি টুইটার। এবার সেই টিক ফিরে পেতে টুইটারের নতুন মালিক ইলন মাস্কের কাছে অভিনব কায়দায় আবেদন করেছেন মাহরেজ।
আলজেরিয়ান ফুটবলার রসিকতা করে নিজের টুইটারেই লিখেছেন, ‘ভাই, আমার নীল টিক আমাকে ফিরিয়ে দিন!’ সপ্তাহখানেক আগেই ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা নিজেরে করে নিয়েছেন মাস্ক।
বিডি প্রতিদিন/নাজমুল