ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চাচ্ছেন না লিভারপুল স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। তিনি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সাথেই ফাইনালে মুখোমুখি হতে চান।
যদিও ফাইনালের দৌড়ে আনচেলত্তির রিয়ালের চেয়ে পেপ গার্দিওয়ালার ম্যানসিটিই বেশি এগিয়ে আছে।
ভিয়ারিয়ালের মাঠ, সেমিফাইনাল ফিরতি লেগের ম্যাচ; সালাহদের ৩-২ গোলের দাপুটে জয়। সমীকরণ মিলিয়ে দুই লেগে ৫-২ গোলের জয়ে ফাইনালের টিকিটি নিশ্চিত করেছে লিভারপুল। তাই ম্যাচ শেষে মিশরের ফুটবল সম্রাট সালাহর কাছে জানতে চাওয়া, ‘ফাইনালে তিনি কোন দলকে চান?’
জবাবে বিটি স্পোর্টকে সালাহ বলেন, ‘আমি মাদ্রিদের বিপক্ষে খেলতে চাই। সত্যি বলতে, ম্যানচেস্টার সিটি খুব শক্ত দল। এ মৌসুমে তাদের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলেছি। তবে আমার ব্যক্তিগত ইচ্ছা জানতে চাইলে বলব, রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে চাই।’
যদিও সালাহর ইচ্ছে পূরণ নিয়ে আছে বেশ সংশয়। কারণ প্রথম লেগে ঘরের মাঠে রিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছিল সিটিজেনরা। সেই হিসেবে রিয়ালের মাঠে ড্র করলেই সিটি চলে যাবে ফাইনালে। বিপরীতে রিয়ালের ফাইনালের টিকেট পেতে বেশ ঘাম ঝরাতে হবে।
বিডি প্রতিদিন/নাজমুল