আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে এবারও বাংলাদেশের ভাগ্যে শিঁকে ছেড়েনি। আগের অবস্থান ৭ নম্বরেই আছে টিম টাইগার্স। কিছুদিন আগে ৬ নম্বরে উঠলেও তা স্থয়ী হয়নি।
আইসিসির সদ্য প্রকাশিত বার্ষিক হালনাগাদ র্যাংকিংয়েও ৭ নম্বরেই আছে বাংলাদেশ। র্যাংকিংয়ের শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। শীর্ষ পাঁচে আরও আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান।
ষষ্ঠ স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার রেটিং ৯৯, যেখানে বাংলাদেশ ৯৫ পয়েন্ট নিয়ে সাতে। শীর্ষ দশে আরও আছে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। টেস্ট খেলুড়ে বাকি দুই দলের মধ্যে আয়ারল্যান্ড ১১ আর জিম্বাবুয়ে ১৫।
বিডি প্রতিদিন/নাজমুল