তার ক্রিকেট জীবনের সেরা কোচ কে? রাজস্থান রয়্যালসের ক্যারিবিয়ান ক্রিকেটার শিমরন হেটমেয়ার জানালেন সেই কোচের নাম। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগেই নিজের জীবনের সেরা কোচের নাম জানিয়েছেন তিনি।
তিনি বলেছেন, ক্রিকেট জীবনের প্রথম দুই বছর উইকেটে থিতু হওয়ার সুযোগ নিজেকে দিতাম না। এখন আমি উইকেটে গিয়ে প্রথম কয়েকটা বল দেখি। উইকেট বোঝার চেষ্টা করি। তারপর নিজের খেলা খেলি। আমার স্ত্রীই আমার সব থেকে বড় কোচ। আমরা দুইজন কথা বলেই নিজের খেলায় পরিবর্তন এনেছি।
নিজের খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলার পর থেকেই সাফল্য পেতে শুরু করেন বলে জানিয়েছেন রাজস্থানের এই ব্যাটার। তার আগে ইনিংসের শুরুতেই প্রতিপক্ষকে বেশি সুযোগ দিয়ে ফেলতেন তাকে আউট করার।
তিনি বলেন, আইপিএলে প্রথম দুই বছর আমি উইকেটে সেট হওয়ার জন্য নিজেকে যথেষ্ট সময় দেইনি। এবার তাই বিষয়টা ছিল নিজেকে সময় দেওয়ার। এ বছর এবং গত বছর, নিজেই নিজেকে বলেছি যে পরিস্থিতি ঠিক কেমন আছে। আমার স্ত্রীই আমার সবচেয়ে বড় কোচ এবং সবচেয়ে তীর্যক সমালোচক। সে আমাকে বলেছে, শুরুতে কিছু সময় নিয়ে পরিস্থিতি বুঝে নিতে।
এসময় শিমরন আরও জানান, ইংলিশ তারকা জস বাটলারের কাছ থেকে রিভার্স সুইপ শেখার ইচ্ছা রয়েছে তার। তিনি জানান, আমি জস বাটলারের কাছে শিখতে চাই কীভাবে রিভার্স সুইপ করতে হয়। আমি নেটে অনুশীলন করছি কিন্তু ঠিকঠাক হচ্ছে না। যখন তার সঙ্গে ব্যাটিং করি, সে কাজ সহজ করে দেয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ