৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে ৬২ রানে তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে শুরুর ধাক্কা সামলে ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজার সেঞ্চুরিতে জয়ের স্বপ্ন দেখছে জিম্বাবুয়ে।
দলীয় ৬ রানের মাথায় ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ৬২ রানে তৃতীয় উইকেট হারালেও প্রতিরোধ গড়ে তোলেন কাইয়া ও সিকান্দার রাজা। তাদের এই জুটি ভাঙতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে টাইগাররা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৪২ রান।
এর আগে হারারেতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম আর তিন বছর পর ওয়ানডেতে ফেরা এনামুল হক বিজয়ের ফিফটিতে ভর করে ২ উইকেট হারিয়ে ৩০৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন