উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়ল বাংলাদেশ।
শুক্রবার রাতে ভারতের বিপক্ষে এই ম্যাচের প্রথমার্ধ ১-১ গোল নিয়ে শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধের খেলাও ২-২ গোলের সমতা নিয়ে শেষ হয়। পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
কিন্তু অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিট বাংলাদেশের ভালো যায়নি। শুরুর ৫ মিনিটের মধ্যে পরপর তিনটি গোল করে ভারত। এতে পিছিয়ে গেল বাংলাদেশ। মোট অতিরিক্ত ৩০ মিনিটের খেলা চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ