ইনজুরিতে পড়ে লিটন দাস ছিটকে পড়েছেন প্রথম ওয়ানডের পরই। চোট আছে শরিফুল ইসলামেরও। সিরিজের বাকি দুই ওয়ানডের জন্য তাই তড়িঘড়ি করে পাঠানো হচ্ছে নাঈম শেখ আর এবাদত হোসেনকে।
দলের সঙ্গে যোগ দিতে রাতেই জিম্বাবুয়ের উদ্দেশ্যে উড়াল দেবেন এই দুই ক্রিকেটার। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল (৫ আগস্ট) প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং চোটে পড়ে ৩-৪ সপ্তাহের জন্য ছিটকে গেছেন ওপেনার লিটন দাস। অন্যদিকে একই ম্যাচে চোট পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তিনি অবশ্য সিরিজ থেকে ছিটকে যাননি।
চোটে পড়া ক্রিকেটারদের বিকল্প হিসেবেই জিম্বাবুয়ে যাচ্ছেন নাইম-এবাদত। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য তাদের খেলার সম্ভাবনা কম। মূলত ১০ আগস্ট অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রয়োজনে তাদের দেখা যেতে পারে।
জানা গেছে, আজ সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটের ফ্লাইটে জিম্বাবুয়ের উদ্দেশে উড়াল দেবেন নাঈম-এবাদত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ