ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টির এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল রোহিত শর্মার দল। শুরুতে ব্যাটে নেমে কোনো ফিফটি ছাড়াই ৫ উইকেটে ১৯১ রান তোলে ভারত। ৩১ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন ঋষভ পন্ত। ভারতের ১৯০ রানের বেশি ইনিংস মূলত দলটির উদ্বোধনী জুটি ও সাতে নামা অক্ষর প্যাটেলের বদৌলতে।
রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের উদ্বোধনী জুটি ৪.৪ ওভারেই ৫৩ রান এনে দেয় ভারতকে। ২ চার ও ৩ ছক্কায় ১৬ বলে ৩৩ রান করেন অধিনায়ক রোহিত। ৫ বল পর ফেরা সূর্যকুমার ১৪ বলে করেন ২৪ রান।
দুজনের বিদায়ে পর মাঝের ওভারে ভারতের রান তোলার গতি একটু ধীর হয়ে যায়। দীপক হুদা ১৯ বলে ২১ ও পন্ত ৬ চারে ৩১ বলে ৪৪ রান করে ফেরার পর দিনেশ কার্তিক ৯ বলে ৬ রান করেন। প্যাটেলের ক্যামিও শেষ ১১ বলে ২৭ রান এনে দেয় ভারতকে। সঞ্জু স্যামসন অপরাজিত ছিলেন ২৩ বলে ৩০ করে।
১৯২ রানের লক্ষ্যে ব্যাটে নামা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক পুরানের পঞ্চম ওভারে প্রথম ৫ বলে ২২ রান করার পর কঠিন এক সিঙ্গেল নেওয়ার শখ হয়। কিছু দূর এগিয়ে যাওয়ার পর হুঁশ ফিরলেও আর ক্রিজে ফিরতে পারেননি তিনি। কাভার থেকে সঞ্জু স্যামসনের থ্রো ধরে ৮ বলে ২৪ রান করা পুরানকে রানআউট করে দেন ভারতের উইকেটকিপার ঋষভ পন্ত। ৪৯ রানে ৩ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজের হয়ে এরপর আর জয়ের সমীকরণ মেলানোর মতো ব্যাটিং করতে পারেননি কেউ। ফল, যুক্তরাষ্ট্রের আজ লডারহিলে চতুর্থ টি-টোয়েন্টিতে ১৩২ রানে অলআউট হয়ে ৫৯ রানের হার।
বিডিপ্রতিদিন/কবিরুল