অসাবধানতায় রানআউট হয়ে ফিরলেন এনামুল হক বিজয়। শান্তর স্ট্রেইট ড্রাইভে আউট হয়ে গেলেন তিনি! সোজাসুজি খেলেনে বাঁহাতি শান্ত, বল নন স্ট্রাইক প্রান্ত দিয়ে যেতেই সচেতন চিভাঙ্গা স্পর্শ করেন বল, যা সরাসরি ভেঙে দেয় উইকেট। ততক্ষণে বক্স থেকে বেরিয়ে গেছেন বিজয়, অসাবধানতার বশে উইকেট বিলিয়ে আসলেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২৫ বলে ২০ রান করেন এনামুল। ক্রিজে দুই নতুন ব্যাটসম্যান শান্ত-মুশফিক।
এর আগে টসে হেরে ব্যাটিং পেয়ে দারুণ শুরু করেন অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওয়ানডেতে কিছুটা ধীরগতি দেখালেও আজ দ্রুতগতিতে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন। তবে ইনিংস বড় করার আগেই সাজঘরে ফিরে যান। হাফসেঞ্চুরি হাঁকিয়েই আউট হন এই টাইগার তারকা। ফিফটি ছুঁতে ৪৪টি বল খরচ করেন তামিম। যেখানে চারের মারই ১০টি। আর ছক্কা একটি।
উল্লেখ্য, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর আজ রবিবার দ্বিতীয় ওয়ানডেটা বাংলাদেশের জন্য হয়ে গেছে বাঁচা-মরার লড়াই।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ