জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ফিফটি করলেও আজকের ম্যাচে ব্যর্থ মুশফিকুর রহিম। তবে আউট হওয়ার আগে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫০ রানের জুটি গড়েন মুশফিক।
মুশফিক অনসাইডে ছক্কা হাঁকানোর চেষ্টায় ধরা পড়েন মিড উইকেট অঞ্চলে। ৩১ বলে ২৫ রান করে ফিরেন তিনি।
এর আগে সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। এনামুল হক বিজয় ও তামিম ইকবালের জুটিতে প্রথম পাওয়ার প্লে'তে ৬২ রান আসে।
তবে ফিফটি হাঁকিয়ে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তামিম। ইনিংসের ১১তম ওভারে বড় বাউন্ডারির দিকে উড়িয়ে মারতে গিয়ে মিড উইকেটে ধরা পড়েন তিনি। ক্যারিয়ারের ৫৫তম ফিফটি হাঁকাতে ৪৩ বল খেলেন তামিম। যেখানে রয়েছে ১০টি চারের সঙ্গে একটি ছয়ের মার। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫০ রান করে আউট হয়েছেন তিনি।
তামিমের আউটের পর মাঠ ছাড়েন এনামুল হক বিজয়। ১৩তম ওভারে জিম্বাবুয়ের পেসার তানাকা চিভাঙ্গাকে স্ট্রেট ড্রাইভ খেলেন নাজমুল হোসেন শান্ত। বল চিভাঙ্গার হাত ছুয়ে নন স্ট্রাইকের স্টাম্প ভেঙে দেয়। ওই প্রান্তের ব্যাটসম্যান এনামুল ততক্ষণে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান। রান আউট! ২৫ বলে ২০ রান করে ফিরলেন এনামুল।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৬ রান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন