৮ আগস্ট, ২০২২ ০০:৫৪

শেষ ম্যাচেও ৮৮ রানের জয় ভারতের

অনলাইন ডেস্ক

শেষ ম্যাচেও ৮৮ রানের জয় ভারতের

শ্রেয়াস আইয়ার আর দ্বীপক হুদা, দুই জন ছাড়া ভারতের ব্যাটিংয়ে কেউ খুব একটা সুবিধা করতে পারেনি। তবে গড়পড়তা ব্যাটিংয়ে সিরিজের শেষ ম্যাচে ক্যারিবীয়দের ১৮৯ রানের টার্গেট দিয়েছিল হার্দিক পান্ডিয়ার ভারত।

তবে সেই টার্গেটে খেলতে নেমেও টালমাটাল জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ওপেনার জেসন হোল্ডারকে শূন্য রানে ফিরিয়েছেন আক্সার প্যাটেল। শামার ব্রুকও তার শিকার। ডেভন থমাসকেও ফিরিয়েছেন প্যাটেল।

শিমরন হেটমেয়ার এই নাইটমেয়ারের (দুঃস্বপ্ন) মাঝে হাল ধরা চেষ্টা করেছিলেন, বিপরীত স্রোতে পাল উড়িয়ে ৩৫ বলে করেছে ঝোড়ো ৫৬ রান।

তবে শেষ রক্ষা হয়নি, রবি বিশনয়ি হেটমায়ার ঝড় থামিয়ে দেওয়ার পর অধিনায়ক নিকোলাস পুরানসহ সবাই ছিলেন যাওয়া আসার মিছিলে। ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে দলীয় ১০০ রানে।

ভারতের হয়ে তিন ওভার বল করে আক্সার ১৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। চার ওভারে ১২ রান দিয়ে কুলদীপ যাদব নিয়েছেন ৩ উইকেট। আর ২ ওভার ৪ বল করে ১৬ রান দিয়ে রবি বিশনয়ি নিয়েছেন ৪ উইকেট।

সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৪-১ হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত।

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর