৪৩০ দিন পর প্রথম একক ম্যাচে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস। সোমবার ২৩ বারের গ্রান্ড স্লাম জয়ী সেরেনা হারিয়ে দিয়েছেন স্পেনের নুরিয়া পারিজাস দিয়াজকে। টরোন্টোতে আয়োজিত কানাডিয়ান ওপেনে ৬-৪, ৬-৩ সেটে নুরিয়াকে হারিয়ে দিয়েছেন সেরেনা।
সেরেনা শেষ একক ম্যাচে জয় পেয়েছিলেন ২০২১ সালের ফ্রেঞ্চ ওপেনে। বুধবার সেকেন্ড রাউন্ডের খেলায় তার প্রতিপক্ষ হতে পারে বেলিন্দা বেনসিক বা তেরেজা মার্টিনকোভা।
দীর্ঘ সময় পর জয় পেয়ে সেরেনা বলেন, ‘আমার ধারণা ছিল, সুড়ঙ্গের শেষ মাথায় আলো আছে। জানি না যে আমি আলোর কাছাকাছি চলে এসেছি... সেই আলো হাতে নিতে আমার তর সইছে না। আমি টেনিস ভালোবাসি। খেলতে দারুণ লাগে। কিন্তু সারাজীবন তো এভাবে চালিয়ে নিতে পারবো না। তাই এই মুহূর্তগুলো উপভোগ করতে যতটা সম্ভব সেরাটা দিতে চাই’।
সূত্র: ডব্লিউটিএটেনিস
বিডি প্রতিদিন/ফারজানা