এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল নিয়ে অসন্তোষ দেশটির অনেক সাবেক ক্রিকেটার। কেন বাদ পড়লেন অভিজ্ঞ মোহম্মদ শামি? কোন যুক্তিতে মাত্র তিনজন পেসারকে এশিয়া কাপে সুযোগ দেওয়া হলো? তিনজন উইকেটরক্ষককে দলে রাখার কী প্রয়োজন, সাবেকদের এমন হাজারো প্রশ্নে জর্জরিত নির্বাচক প্যানেল।
এই মুহূর্তে ভারতের জাতীয় দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার শামি। বিশেষ করে যশপ্রীত বুমরাহর অনুপস্থিতিতে। সমসাময়িক ভুবনেশ্বর কুমারের থেকে অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। শেষবার সীমিত ওভারের ক্রিকেটে নেমেছিলেন সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সিরিজে, তাতেও ভাল পারফর্ম করেছেন। গত আইপিএলেও তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। অথচ এমন পেসারকে এশিয়া কাপে রাখলেন না নির্বাচকরা।
এশিয়া কাপে ভুবনেশ্বর কুমারের সঙ্গে বাকি দুই জুনিয়র অর্শদীপ সিং ও আভেশ খান কতটা কার্যকর হতে পারবেন, সেটা নিয়েই প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।
তিনি বলেন, সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতে পেস বোলাররা সাহায্য পায়। সেটা তো এক বছর আগে আইপিএলে দেখা গিয়েছিল। পিচে যথেষ্ট ঘাস থাকে। তাই এমন পিচে শামির মতো পেসারের প্রয়োজন ছিল। তবে ওকে রাখা হলো না! কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হলো, সেটাই মাথায় আসছে না।
ভারতের আরেক সাবেক ওপেনার তথা সাবেক নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলছেন, আমি যদি নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান হতাম, তাহলে অবশ্যই শামিকে দলে রাখতাম। এই দলে রবিচন্দ্রন অশ্বিন, যজুবেন্দ্র চাহাল ও রবীন্দ্র জাদেজা থাকার পরেও রবি বিষ্ণোইকে নেওয়ার কোনো দরকার ছিল না। যে দলটা ঘোষণা করা হয়েছে, সেটা খারাপ নয়। কিন্তু আরও পেসার হয়তো প্রয়োজন ছিল।
আরেক সাবেক তারকা অজয় জাদেজা আবার প্রশ্ন তুলেছেন দীনেশ কার্তিকের দলে জায়গা পাওয়া নিয়ে। তিনি বলেছেন, আমার মনে হয় এই দলে আরেকটা পেস বোলার দরকার ছিল। দীনেশ কার্তিককে দলে রাখার কোনো যুক্তি নেই। দীনেশ ভালো ধারাভাষ্যকর। আমার মনে হয়, ও ভাষ্যকর হিসেবে আমার পাশে বসলেই ভালো।
দীনেশ কার্তিককে দলে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক সাবেক ক্রিকেটার বিবেক রাজদানও। তিনি বলছেন, আমার মনে হয় না দলে একজন বিশেষজ্ঞ ফিনিশারের দরকার আছে। ও একটি জায়গা দখল করে বসে আছে। দীনেশ য়ে কাজটা করছে, সেটা বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, দীপক হুদা ও ঋষভ পন্থ সকলেই ফিনিশারের ভূমিকা পালন করতে পারে।
এশিয়া কাপের ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক হুদা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও আবেশ খান।
বিডি প্রতিদিন/এমআই