মৌসুমের প্রথম উয়েফা শিরোপার লড়াই আজ। সুপার কাপে মুখোমুখি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ ও ইউরোপা লিগ চ্যাম্পিয়ন আইট্র্যাক্ট ফ্র্যাঙ্কফুর্ট। ফিনল্যান্ডের হেলসিঙ্কি অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ১টায়।
প্রথমবারের মতো কোন উয়েফা কম্পিটিশনের ফাইনালের সাক্ষী হতে চলেছে ফিনল্যান্ড। ম্যাচটি ঘিরে বাড়তি উন্মাদনা দেশটির ফুটবল সমর্থকদের মাঝে। প্রস্তুত ৩৬ হাজার আসনের হেলসেঙ্কি অলিম্পিক স্টেডিয়াম।
শুধু ফিনিশরা নয় আরও এক প্রথমের স্বাক্ষী হতে চলেছে এই ম্যাচ। ইউরোপিয়ান ক্লাব কম্পিটিশনে প্রথমবার ব্যবহার হবে সেমি অটোমেটেড টেকনোলজি। যার মাধ্যমে আরো কম সময়ে আসবে অফসাইডের সিদ্ধান্ত। নভেম্বরে কাতার বিশ্বকাপেও ব্যবহার হবে এই প্রযুক্তি।
লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। পঞ্চম সুপার কাপের জন্য নামছে স্প্যানিশ জায়ান্টরা। লসব্লাঙ্কোরা শেষবার জিতেছিল ২০১৭ সালে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ