১০ আগস্ট, ২০২২ ১৭:৫২

আমরা বিশ্বকাপ জিততেই যাচ্ছি, এটা মিথ্যা কথা: আর্জেন্টিনার কোচ

অনলাইন ডেস্ক

আমরা বিশ্বকাপ জিততেই যাচ্ছি, এটা মিথ্যা কথা: আর্জেন্টিনার কোচ

মেসির সাথে স্কালোনি।

প্রতিবারের মতো এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনাকে বড় প্রতিপক্ষ ভাবা হচ্ছে। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপ জিতবেনই এমন ঘোষণা দিতে নারাজ। 

তিনি বলেছেন, ‘আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করছি। এটা বলা ভিত্তিহীন যে, আমরা বিশ্বকাপ জিততেই যাচ্ছি। এটা মিথ্যা কথা, এখানে অনেক বড় বড় দল আছে। হ্যা, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। এই দল সবার সাথে প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে।’

স্কালোনির দাবি, বিশ্বকাপের দাবিদার অন্তত ১০ টা দল আছে। 

২০০৬ বিশ্বকাপ আর্জেন্টিনা স্কোয়াডে থাকা স্কালোনি বলেন, ‘আমাদের প্রথম প্রতিপক্ষ সৌদি আরব। তিনটি দলই কঠিন। তবে প্রথম ম্যাচ একটু আলাদা। যেহেতু ওটা দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু হবে। সৌদি আরবের পর মেক্সিকো, আমরা জানি ঐতিহ্যগতভাবে বিশ্বকাপে তারা সমৃদ্ধ। তাদের একজন দারুণ (জেরার্ডো মার্টিনো) কোচ এবং ভালোমানের খেলোয়াড় রয়েছে। পোল্যান্ড ইউরোপিয়ান প্রতিপক্ষ। তারা প্লে-অফ পরীক্ষা উতরে এসেছে। তাদের রয়েছে লেভানদোভস্কি, জিলেনস্কির মতো খেলোয়াড়।’

সূত্র: এমএসসিফুটবল

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর