১১ আগস্ট, ২০২২ ১০:০৮

১০০ বলের ক্রিকেটে প্রথম 'সেঞ্চুরি' স্মিডের

অনলাইন ডেস্ক

১০০ বলের ক্রিকেটে প্রথম 'সেঞ্চুরি' স্মিডের

উইল স্মিড।

ইংল্যান্ডের নতুন ফরম্যাটের ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’। চলতি বছর চলছে এর দ্বিতীয় আসর। আর এবারই ক্রিকেটের এই ফরম্যাটে দেখতে পাওয়া গেল প্রথম ব্যক্তিগত সেঞ্চুরির। 

বুধবার (১০ আগস্ট) রাতে সাউদার্ন ব্রেভের বিপক্ষে ম্যাচে বার্মিংহাম ফিনিক্সের হয়ে ১০০ বলের ক্রিকেটের এই প্রথম সেঞ্চুরি করেছেন ডানহাতি ওপেনার উইল স্মিড। ক্রিকেটে যেকোনো ফরম্যাটে ২০ বছর বয়সী স্মিডের এটি প্রথম সেঞ্চুরি। 

ইনিংস সূচনা করতে নেমে শেষ পর্যন্ত খেলে ৫০ বলে ৮ চার ও ৬টি ছয়ের মারে ১০১ রানে অপরাজিত ছিলেন স্মিড। তার সেঞ্চুরির অপর ভর করে ১০০ বলে ১৭৬ রান করে বার্মিংহাম। জবাবে সাউদার্ন ব্রেভ গুটিয়ে গেছে ১২৩ রানে। বার্মিংহাম জিতেছে ৫৩ রানে।

দ্য হান্ড্রেডের গত আসরে সর্বোচ্চ ব্যক্তিগত ৯২ রানের ইনিংস খেলেছিলেন লিয়াম লিভিংস্টোন। এবার তার দলেরই স্মিড করলেন এই টুর্নামেন্টের প্রথম সেঞ্চুরি। স্মিডের মারকুটে ব্যাটিংয়ের দিন নিষ্প্রভই ছিলেন লিভিংস্টোন। তিনি করেছেন ২০ বলে ২১ রান।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর