এশিয়া কাপের জন্য সোমবার ভারতীয় দল ঘোষণা করা হয়েছিল। এই দলে বেশ কয়েকজন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়। এর মধ্যে এমন ক্রিকেটার ছিলেন যারা দলে নিয়মিত সুযোগ পেয়েছিলেন। এরপরও তাদের বাদ দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ ও ইশান কিষাণের নাম। এই তিন ক্রিকেটার ইদানিং ভারতের হয়ে বেশ ভালো পরিমাণে ক্রিকেট খেলেছিলেন। কিন্তু নির্বাচকরা তাদের এশিয়া কাপের জন্য উপযুক্ত মনে করেননি।
তবে ইশানের বাদ যাওয়াটা অনেককেই চমকে দিয়েছিল। হয়তো ইশান কিষাণও আশা করেননি যে এমনটা হবে। জাতীয় দলের হয়ে তার মারকুটে ব্যাটিং ইতিমধ্যেই বেশ কয়েকটি ম্যাচে জিততে সাহায্য করেছে ভারতকে। আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারও ছিলেন তিনি। কিন্তু সেই ঈশান কিষাণকে এশিয়া কাপের দলে রাখা হয়নি।
কেএল রাহুল সুস্থ হয়ে ফিরে আসায় তিনি দলে ঢুকে পড়েছেন। এছাড়া এশিয়া কাপে রোহিতের সঙ্গে বিকল্প ওপেনার হিসেবে বিরাট কোহলির খেলার সম্ভাবনাও আছে। সম্প্রতি সূর্যকুমার যাদব ও ঋষভ পন্থও ওপেন করেছেন। সুতরাং রিজার্ভ ওপেনার হিসেবে কাউকে রাখার আর প্রয়োজন বোধ করেনি নির্বাচক প্যানেল।
তাছাড়া দলে দ্বিতীয় ইউকেটরক্ষক হিসেবে দীনেশ কার্তিক সুযোগ পেয়েছেন। তাই ঈশানের জায়গা হয়নি। এমনকি যে রিজার্ভ ক্রিকেটারদের তালিকা নির্বাচকরা ঘোষণা করেছেন, তাতেও নাম নেই ঈশানের। অর্থাৎ নির্বাচকরা একপ্রকার বুঝিয়েই দিয়েছেন, ঈশানকে আপাতত জাতীয় দলের জন্য ভাবা হচ্ছে না।
আর এজন্যই হয়তো ক্ষুব্ধ ঈশান ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। যেখানে তার হতাশার কথা প্রকাশ পেয়েছে। যার বাংলা মানে করলে দাঁড়ায়, ব্যথা লাগলেও কখনো নিজেকে বদলে ফেলো না। যদি কেউ তোমাকে নরম ভাবে, তা হলে আগুন হয়ে যাও।
এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ঈশান কিষাণ ১৯টি ম্যাচ খেলেছেন। ১৯ ম্যাচে তার সংগ্রহ ৫৪৩ রান। গড় ৩০-এর উপরে। স্ট্রাইক রেটও ১৩০-এর উপরে। ইতিমধ্যেই চারটি হাফ সেঞ্চুরিও করে ফেলেছেন। প্রত্যাশা ছিল দ্বিতীয় উইকেটকিপার তথা রিজার্ভ ওপেনার হিসাবে তিনি দলে থাকবেন। তার বাদ পড়াটা অনেককেই অবাক করেছে।
বিডি প্রতিদিন/এমআই