১৮ আগস্ট, ২০২২ ১৫:১২

এবার সাকিবদের ছক্কা হাঁকানো শেখাবেন সিডন্স

অনলাইন ডেস্ক

এবার সাকিবদের ছক্কা হাঁকানো শেখাবেন সিডন্স

ক্রিকেটের শর্টার ফরম্যাটে বড় শট হাঁকানো বড্ড জরুরি। টি-টোয়েন্টিতে বড় বাউন্ডারি হাঁকানোর দক্ষতা না থাকলে সেই দল পিছিয়ে যায়। বাংলাদেশ ক্রিকেট দলও ভুগছে একই সমস্যায়। এজন্য পাওয়ার হিটিং কোচও নিয়োগ দিতে চেয়েছিল বিসিবি। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নাজমুল হাসান পাপনের বোর্ড।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ ও নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের সাথে সভা শেষে এ কথা পাপন বলেন, ‘ক’দিন আগে জেমি সিডন্স আমার বাসায় এসেছিল। কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। যদি আমরা জিততে চাই বা ভালো করতে চাই টি-টোয়েন্টির ভাবনাটা পরিবর্তন করতে হবে। এটার কোনো বিকল্প নেই। ১৩০ করে তো ম্যাচ জিততে পারবেন না। আমাদের ১৮০-২০০ করতে হবে। এটা মাথায় রাখতে হবে। এখন আমাদের যে পরিকল্পনা ওইটা করার কোনো লক্ষণই দেখছি না। এটা নিয়ে নতুন করে কী করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করেছি। তখন জেমি এসে বলল যে সে নাকি এটাতে (পাওয়ার হিটিংয়ে) খুবই আগ্রহী।’

ব্যাটিং কোচ জেমি সিডন্সইকে জিম্বাবুয়ে সফরের পর দেখা যাবে পাওয়ার হিটিং কোচের ভূমিকায়। তিনি সাকিবদের শেখানে কী করে সজোরে ব্যাটটা চালিয়ে ছক্কাটা হাঁকাতে হয়।

পাপন আরও বলেন, ‘আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তখন জেমি বলল তাঁর নাকি এটাতে বিশেষত্ব আছে। তাই আমরা এই এশিয়া কাপটা দেখছি। আমাদের লক্ষ্য হচ্ছে পরবর্তী বিশ্বকাপ। কারণ খেলা অস্ট্রেলিয়ায়, সেখানে চ্যালেঞ্জও বেশি। ওই সব জায়গায় তো আমরা এমনিতেই স্ট্রাগল করি। সেটার কথা মাথায় রেখে আমরা কাজ করছি। এই এশিয়া কাপে আমরা কিছু জিনিস পরিবর্তন করে দেখতে চাচ্ছি যে সব ঠিক আছে কি না। আর বেশি সময়ও হাতে নেই। হুট করে যে একজন কোচ এনে সব উন্নতি করে ফেলব এটা ভাবা ঠিক হবে না।’

বিডি প্রতিদিন/নাজমুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর