নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে সেঞ্চুরি করে পাকিস্তানের হিরো হয়ে গিয়েছেন দলটির সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। সরফরাজের ইনিংসের উপর ভর করেই পাকিস্তান ম্যাচে ড্র করতে পেরেছে। নয়ত হারের মুখ দেখতে হত।
এই সিরিজটা পাকিস্তান ও নিউজিল্যান্ড ড্র করলেও এটা সরফরাজের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই সিরিজেই তিনি কামব্যাক করেছেন। তাকে সিরিজের সেরা ঘোষণা করা হয়েছে। একদিকে যখন সাবেক অধিনায়কের জন্য সিরিজটা স্বপ্নের হল তখন বর্তমান অধিনায়ক বাবর আজমের সিরিজটা মোটেই ভালো গেল না। এই সিরিজে নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারেননি বাবর আজম।
প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাবর আজম ১৬১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু তারপরের ইনিংসগুলোতে তিনি যথাক্রমে ১৪, ২৪ ও ২৭ রান করেন। বাবর আজম নিজের নামের সুবিচার করতে না পারায় তাকে নিন্দার মুখে পড়তে হয়। সাবেক ক্রিকেটাররা থেকে সমর্থক সকলেই বাবর আজমের নিন্দা করেছেন। এই তালিকায় রয়েছেন সাবেক পাকিস্তান স্পিনার দানেশ ক্যানেরিয়া। তিনি বাবরের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন।
বাবর আজমের ফর্মের অবস্থা দেখে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওতে তিনি বলেন, বাবর আজম অধিনায়ক ও ব্যাটার হিসেবে এই সিরিজে নিজেকে প্রমাণ করতে পারেননি। এই ধরনের পারফরম্যান্স হলে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত। অধিনায়কত্ব সরফরাজকে দিয়ে দাও। সৌদ সাকিলকে সহ-অধিনায়ক করা উচিত। আমার মনে হয় বাবর আজমের ক্রিকেটের বুদ্ধিই নেই। তার রান করার সুযোগ রয়েছে কিন্তু লেগ সাইডে ব্যাকফুটে খেলতে যায়।
প্রসঙ্গত, করাচি টেস্টে ৮০ রানে ৫ উইকেট হারানোর পর পাকিস্তানের হারটা ছিল শুধু সময়ের ব্যাপার। সেখান থেকে সরফরাজ অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়ে হার ঠেকান, ম্যাচ হয় ড্রতে। দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটোই ড্র হওয়ায় ট্রফি ভাগাভাগি করে নিউজিল্যান্ড ও পাকিস্তান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ