কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামের গ্যালারিতে বসেই ম্যাচটি দেখেছেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। আর্জেন্টিনা যে বিশ্বকাপ জিতবে, সেটা নিয়ে কোনো সংশয় ছিল না বলে জানালেন ইব্রা।
মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে ইব্রাহিমোভিচের কোনো সন্দেহ নেই। তবে এই এসি মিলান তারকা মেসির সতীর্থদের আচরণে খুশি নন। তিনি মনে করেন, আর্জেন্টিনার অন্য ফুটবলাররা আর বিশ্বকাপ জিততে পারবেন না।
সুইডিশ তারকার মতে, কাতার বিশ্বকাপে ‘গোল্ডেন বুট’ জেতা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে আরেকটি বিশ্বকাপ জিতবেন। রেডিও স্টেশন ‘ফ্রান্স ইন্টার’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ওকে (এমবাপ্পে) নিয়ে আমি চিন্তিত নই, ও অবশ্যই আরেকটি বিশ্বকাপ জিতবে। তবে কাতারে আর্জেন্টিনা জিতবে - এ ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম।’
এক সময়ের সতীর্থ লিওনেল মেসির প্রশংসা করলেও আর্জেন্টিনার ‘উগ্র’ খেলোয়াড়দের সমালোচনা করেছেন ইব্রাহিমোভিচ। ৪১ বছর বয়সী এসি মিলান তারকা বলেন, ‘মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় বিবেচনা করা হয়। বিশ্বকাপ জয়ের জন্য তাঁকে সবাই মনে রাখবে, কিন্তু অন্যরা? যারা বাজে আচরণ করেছে, তারা আর কিছুই জিততে পারবে না। একজন পেশাদার ফুটবলার হিসেবে আমি তাদের সম্মান করতে পারি না।’
বিডি-প্রতিদিন/শফিক