রাতে রুবেল হোসেনের ঘুম হওয়ার কথা নয়! চার চারবারের প্রচেষ্টাতেও তিনি একটি ক্যাচ লুফে নিতে পারলেন না। আর যার ক্যাচ মিস করেছেন সেই জনসন চার্লসই রুবেলের দল সিলেট স্ট্রাইকার্সের স্বপ্নভঙ্গ করে দিলেন। ৫২ বলে ৭৯ রানের হার না মানা ইনিংস খেলে কুমিল্লাকে শিরোপা এনে দিলেন ক্যারিবিয়ান তারকা।
কুমিল্লার লক্ষ্য ছিল ১৭৬ রানের। ১৬ ওভার শেষেও ম্যাচ ছিল সমানে সমান। সিলেট স্ট্রাইকার্স নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, কে হাসবে শেষ হাসি বোঝা যাচ্ছিল না।
ওই সময় জনসন চার্লসের রান ছিল ৩৯ বলে ৩৯। টি-টোয়েন্টিতে ১০০ স্ট্রাইকরেট, একদমই মানানসই নয়। সেই চার্লস তার ইনিংসটা শেষ করলেন দেড়শর ওপর স্ট্রাইকরেটে। ৫২ বলে করলেন অপরাজিত ৭৯, যে ইনিংসে ৭টি চারের সঙ্গে হাঁকান ৫টি ছক্কা।এমন এক ইনিংস খেলার জনসন চার্লসের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
শুধু স্বীকৃতি নয়, ম্যাচসেরা হিসেবে নগদ ৫ লাখ টাকা পেয়েছেন ক্যারিবীয় এই ডানহাতি ব্যাটার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ