২৫ মার্চ, ২০২৩ ০৮:৩৬

হারলেও ইতালিকে নিয়ে আশাবাদী মানচিনি

অনলাইন ডেস্ক

হারলেও ইতালিকে নিয়ে আশাবাদী মানচিনি

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি ইতালির। নেপলসের দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সি' গ্রুপের ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে যায় তারা। ম্যাচের পর রাই স্পোর্টকে রবের্তো মানচিনি অবশ্য শোনালেন আশার বাণী। সাবেক ম্যানচেস্টার সিটি কোচের বিশ্বাস, শেষটা ভালো হবে ইতালির। 

তিনি বলেন, “আমরা ওদের চেপে ধরে ভালো শুরু করি, কিন্তু প্রথমার্ধের বাকি সময়ে এটা ধরে রাখতে পারিনি। দ্বিতীয়ার্ধে একটি দুর্দান্ত ইতালি দলকে দেখেছি এবং এটা ভবিষ্যতের জন্য ভালো ইঙ্গিত দিচ্ছে।” 

মানচিনি আরও বলেন, “আমরা এবার হয়তো শুরুতে চড়াই উৎরাইয়ের মুখোমুখি হয়ে শুরু করতে পারি, তবে আশা করি এটি শেষ হবে মসৃণভাবে।” 

ম্যাচে এক পর্যায়ে ২-০ গোলে পিছিয়ে ছিল ইতালি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে একটি গোলও পেয়ে যায় তারা। মানচিনি মনে করেন, অন্তত ড্র তাদের প্রাপ্য ছিল। 

“ইংল্যান্ড সেট পিসে বিপজ্জনক, আমার মনে হয় মনোযোগের অভাবে আমরা তাদের প্রথম (গোল) করতে দিয়েছিলাম। তারপর পেনাল্টিটিও ছিল একটি কর্নার থেকে। আমার মনে হয় বিরতির পরে আমাদের অন্তত আরেকটি গোল করা উচিত ছিল।” 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর