আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টেয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমতো ঝড় তুলল বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। দুই জনের তাণ্ডবে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৮০ রান করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে এতো দিন বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ১ উইকেটে ৭৪ রান। ঘরের মাঠে এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সে রান টপকে গেছে লাল সবুজের দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সোমবার টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস আর রনি তালুকদার দলকে দুর্দান্ত শুরু এনে দেন। সাগরিকার ব্যাটিং সহায়ক উইকেটে আইরিশ বোলারদের তারা পাত্তাই দিচ্ছিলেন না। ৭.১ ওভারেই ওপেনিং জুটিতে আসে ৯১ রান। এমন সময় ক্রেইগ ইয়ংয়ের বলে লিটন দাস ক্যাচ দিলে জুটির অবসান হয়। ২১৩ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৪৭ রানে ফিরেন লিটন দাস। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৯ ওভারে ১০০। ২৪ বলে ফিফটি তুলে অপরাজিত আছেন রনি তালুকদার।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদার, তৌহিদ হৃদয়।
বিডি প্রতিদিন/আরাফাত