পবিত্র মাহে রমজান উপলক্ষে নতুন ক্যাম্পেইন শুরু করেছে সেভেনআপ। ক্যাম্পেইনের নতুন একটি ভিডিও/টিভিসি-তে রমজানের পবিত্রতা ও পারস্পরিক ভাতৃত্ববোধ তুলে ধরা হয়েছে, যেখানে এক ভিন্ন রূপে দেখা দেবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান।
টিভিসি’তে রমজান উপলক্ষে সেভেনআপের লিমিটেড এডিশন প্যাকটি দেখা যাবে, যা ইফতারের তৃপ্তিতে যোগ করবে নতুন মাত্রা। এই নতুন টিভিসিতে রমজান মাসজুড়ে মানুষের মধ্যকার সহনশীল ও সহানুভূতিশীল মনোভাব ফুটিয়ে তুলেছে।
টিভিসির ক্যাম্পেইন সম্পর্কে পেপসিকোর বাংলাদেশ রিজিওনের সিনিয়র মার্কেটিং ডিরেক্টর অনুজ গোয়াল বলেন, বাংলাদেশজুড়ে পুরো রমজান মাস অত্যন্ত উৎসবমুখর পরিবেশের সাথে পালন করা হয়। রমজানের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে, রমজানের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনুপ্রাণিত হয়ে এই লিমিটেড এডিশন প্যাকটি আমরা বাজারে এনেছি। এই টিভিসিতে আমাদের ‘ভাবো ফ্রেশ’ ধারণা প্রতিফলিত হয়েছে, যা একটি তাৎপর্যপূর্ণ বার্তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এবং দর্শকদের মাঝে এটি সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।
বিডি প্রতিদিন/এমআই