২৮ মার্চ, ২০২৩ ১১:২৫

টানা চারবার শূন্যে রানে আউট, পাকিস্তানি ব্যাটারের লজ্জার রেকর্ড

অনলাইন ডেস্ক

টানা চারবার শূন্যে রানে আউট, পাকিস্তানি ব্যাটারের লজ্জার রেকর্ড

আব্দুল্লাহ শফিক

পাকিস্তানের হয়ে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত করেছিলেন আব্দুল্লাহ শফিক। প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। এরপর আরও ৪টি ম্যাচ খেলেছেন এই ব্যাটার, আর এতেই তিনি গড়েছেন লজ্জার এক রেকর্ড। কারণ পর পর চার ম্যাচে শূন্য রানে আউট হয়ে লজ্জার এই রেকর্ড গড়েছেন শফিক।

মজার ব্যাপার হলো চার ম্যাচেই তিনি আউট হয়েছেন প্রথম বলেই। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে চারবার গোল্ডেন ডাক পাওয়া একমাত্র ক্রিকেটার শফিক। এর আগে ক্রিকেটের ইতিহাসে কোনো খেলোয়াড়ই এমন লজ্জার সম্মুখীন হননি। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া-ভারত ওয়ানডে সিরিজে তিনবার গোল্ডেন ডাক পেয়েছিলেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। ফরম্যাট ভিন্ন হলেও এবার তাকে ছাড়িয়ে গেলেন শফিক।

২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দ্য গ্রিন ম্যানরা। সেই সিরিজের প্রথম ম্যাচে ৪১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতালেও পরের দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে যান শফিক। সবশেষ শারজায় আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের হেরেছে পাকিস্তান। দলের এমন হারের দিনগুলোতেও গোল্ডেন ডাক উপহার দেন শফিক। সিরিজের প্রথম দুই ম্যাচেই আফগান পেসার ফজল হক ফারুকির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন এই ব্যাটার।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর