১৩ এপ্রিল, ২০২৩ ১১:৩২

কেমন অনুশীলন হচ্ছে লিটনের?

অনলাইন ডেস্ক

কেমন অনুশীলন হচ্ছে লিটনের?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গেল বর্তমানে কলকাতার ইডেন গার্ডেনসে অবস্থান করছেন টাইগার ওপেনার লিটন দাস। সেখানে পৌঁছানোর পর অবশ্য বেশ সাড়া জাগিয়েই লিটনকে বরণ করতে দেখা যায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। এরপর বুধবার সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলন করেছেন লিটন।

নেটে এদিন উমেশ যাদব, লকি ফার্গুসন, টিম সাউদিদের বল মোকাবিলা করেছেন লিটন। এ সময় অবশ্য জেসন রয়ও ছিলেন তার সাথে। 

এরপর কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পোস্টের একটি ভিডিওতে লিটন নিজের ব্যাটিং নিয়ে বলেন, প্রাকটিসটা আমার দরকার ছিল, সেন্টার উইকেটে ব্যাটিং করেছি। সবকিছু মিলিয়ে খুব ভালো অনুশীলন হয়েছে।

এর আগে বুধবার দিনের শুরুতে কেকেআর ক্যাম্পে ‌‘বাংলাদেশের বাঘ' শিরোনামের ভিডিওতে লিটন বলেছেন, ‘অনেক ভালো লাগছে, এটির জন্য অপেক্ষা করছিলাম। কখন কেকেআরে আসব।’ 

লিটন যেদিন ভারতে যান, সেদিনই গুজরাট টাইটানসের বিপক্ষে সেই অবিশ্বাস্য জয় পায় নাইট রাইডার্স। সেই ম্যাচ নিয়ে লিটন বলেন, ‘যখন ল্যান্ড করেছি, তখন জানতে পারি যে কেকেআর কঠিন ম্যাচটা জিতে গেছে। খুবই ভালো অনুভূতি।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর