কলম্বোয় দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিল পাকিস্তান। আবদুল্লাহ শফিকের দূরন্ত দ্বিশতরান এবং দ্বিতীয় ইনিংসে নোমান আলির সাত উইকেটের সুবাদে দ্বীপরাষ্ট্রকে এক ইনিংস এবং ২২২ রানে হারিয়ে দিয়েছেন বাবর আজমরা।
এটি শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনো দেশের সব থেকে বড় ব্যবধানে (রানের নিরিখে) জয়। এতদিন সেই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার ঝুলিতে। শুধু তাই নয়, ১৯৯৪ সালের পর শ্রীলঙ্কাকে ঘরের মাঠে প্রথমবার ‘হোয়াইটওয়াশ’ করল পাকিস্তান। ২৯ বছর আগে তিন টেস্টের সিরিজ হওয়ার কথা থাকলেও কার্ফুর কারণে দ্বিতীয় টেস্ট বাতিল হয়ে গিয়েছিল। ২-০ ব্যবধান সিরিজ জিতেছিল পাকিস্তান। সেইসঙ্গে ২০২১ সাল থেকে ঘরের মাঠে এই নিয়ে দ্বিতীয়বার চুনকামের মুখে পড়ল শ্রীলঙ্কা।
কলম্বোয় প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫০ ওভারও টিকতে পারেনি শ্রীলঙ্কা। ৪৮.৪ ওভারে ১৬৬ রানে অল-আউট হয়ে যায়। সর্বোচ্চ ৫৭ রান করেন সাদিরা সমরাবিক্রম। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন নাসিম শাহ। চারটি উইকেট পান আব্রার আহমেদ। শাহিন শাহ আফ্রিদি একটি উইকেট নেন। তারপর ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে পাকিস্তান। ওপেনার শফিক একাই শ্রীলঙ্কার থেকে বেশি রান করেন। ২০১ রান করেন তিনি। অপরাজিত ১৩২ রান করেন আঘা সলমন। অপরাজিত ৫০ রান করেন মহম্মদ রিজওয়ান।সেই সুবাদে পাঁচ উইকেটে ৫৭৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয় পাকিস্তান। প্রথম ইনিংসে বড় রানের লিড হজম করে খেলতে নেমে শ্রীলঙ্কার ব্যাটাররা যে বাড়তি দায়িত্ব নেবেন বল ভেবেছিলেন অনেকে, সেটা হয়নি। উলটে ৬৭.৪ ওভারে ১৮৮ রানে অল-আউট হয়ে যায় শ্রীলঙ্কা। সর্বোচ্চ অপরাজিত ৬৩ রান করেন বুড়ো ঘোড়া অ্যাঞ্জেলা ম্যাথিউজ। এমনই বেহাল দশা হয় শ্রীলঙ্কার যে একটা পুরো দিনও ব্যাট করতে পারেনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ